Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে ভুয়া ডাক্তারের ২ বছরের কারাদণ্ড

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৩ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৩ PM

bdmorning Image Preview


নোয়াখালীর মাইজদীতে বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ৪টি হাসপাতালকে জরিমানা ও এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার হয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুকুনুজ্জামানের নেতৃত্বে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নোয়াখালী ৪টি হাসপাতালে অভিযান পরিচালনা করে। এতে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের উপ-পরিচালক দিপান্দ সিনহা।

এ সময় ২ জন ভুয়া ডাক্তার গ্রেফতার করলেও একজন কাগজপত্র দেখানোর কারণে তাকে ছেড়ে দেয়া হয়। অন্যজনকে দু'বছরের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম কামরুল হাসান।

এ সময় চারটি হাসপাতালকে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালগুলো হলো- সেন্ট্রাল হাসপাতাল, এশিয়া ট্রমা সেন্টার হাসপাতাল, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, মাতৃছায়া হাসপাতাল।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুকুনুজ্জামান জানান, ভবিষ্যতে এইসব অভিযান অব্যাহত থাকবে।

Bootstrap Image Preview