Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ে করেছেন মেহজাবিন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৭:০৮ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৭:০৮ PM

bdmorning Image Preview


চারদিকে তারকাদের বিয়ের ধুম পড়েছে। বলিউডের সঙ্গে তাল মিলিয়ে ঢালিউডের অনেকেই বিয়ের পিঁড়িতে বসছেন, আবার কেউ কেউ বিয়ের ঘোষণা দিচ্ছেন। এমন হাওয়ায় শোনা গেলো ছোট পর্দার তারকা অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিয়ের খবর।

পাত্র এস এন জনি। পেশায় অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে তাদের বিয়ের ছবি। ছবির সত্যতা না খুঁজে অনেকেই মেহজাবিনের বিয়ের খবর প্রচার করে বেড়াচ্ছেন। আসলে ছবির এই সাজ নাটকের জন্য, বাস্তবের সঙ্গে ছবিটির কোন সম্পৃক্ততা নেই।

এ প্রসঙ্গে অভিনেতা এস এন জনি বলেন, ‘বিয়ে করেছি, কিন্তু নাটকের শুটিংয়ে। আসলে দৃশ্যটি ‘বদনাম’ নাটকের। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘দর্শকদের আনন্দ দেওয়াই আমাদের কাজ। বিষয়টি নিয়ে দর্শক আনন্দ পাচ্ছেন। আসলে বিষয়টি নিয়ে সবাই মজা নিচ্ছেন। এটা যে নাটকের কাজ সেটা বোধহয় সবাই বুঝতে পারছেন। আর বিয়ে হলে তো একটি ছবিতে সীমাবদ্ধ থাকবে না আরো ছবি থাকত।’

প্রসঙ্গত, রোমান্টিক গল্পের ‘বদনাম’ নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। গত ১০-১৩ ডিসেম্বর নগরীর উত্তরা ও নতুন বাজারের বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। বিশ্ব ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

Bootstrap Image Preview