চাঁদপুর-৩ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী ডা. দীপু মনি তার নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন।
বুধবার তিনি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী খন্দকার বাড়ির হযরত শাহ মাহমুদ বাগদাদী (র.) মাজার শরিফ জিয়ারত, গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন।
পরে ২৭নং কুমারডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ, কেতুয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ, মান্দারী আলিম মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ, পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ, লোধেরগাঁও চৌধুরী বাড়ি এলাকার শতরুপা গুচ্ছগ্রামে বিশাল মহিলা সমাবেশ ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন।
এছাড়া তিনি মান্দারী পাটওয়ারী বাড়িতে সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত কাঁকন পাটওয়ারীর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রয়াত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের কবর জিয়ারত করেন।
উঠান বৈঠকে দীপু মনি বলেন, আগের এমপিদেরকে এত কাজ করতে দেখেছেন?-নিশ্চয় না। তাহলে ওয়াদা ভঙ্গকারীকে ভোট দেবেন, নাকি ওয়াদা যিনি রেখেছেন তাকে ভোট দেবেন। আমি দীপু মনি সব ওয়াদা পালন করে সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম। আপনারা নৌকায় ভোট দিলে আগামীতেও আপনাদের সেবা করার সুযোগ পাব।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার দেশের জনগণের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আপনারা আবারও নৌকায় ভোট দিন।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য শরীফ পাটওয়ারী, আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সহসভাপতি মাসুদুর রহমান নান্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল মুন্না, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামরুল হাসান রিপন, জেলা যুবলীগের সদস্য কামাল হোসেন লালু।