Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফাতিমার হৃদয় ভেঙেছে ‘থাগস অব হিন্দুস্তান’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৪২ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৪২ PM

bdmorning Image Preview


বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন ও মি. পারফেক্টশনিস্ট আমির খান অভিনীত সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’ ব্যবসা সফল না হওয়ায় হৃদয় ভেঙেছে ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখের। ৩০০ কোটির সিনেমাটি এখন পর্যন্ত ফেরত পেয়েছে মাত্র ১৫১ কোটি রুপি।

‘থাগস অব হিন্দুস্তান’ ফাতিমার ছিল দ্বিতীয় সিনেমা। তার প্রথম সিনেমা ছিল ‘দঙ্গল’। যেটা কিনা অতীতের বেশকিছু রেকর্ড ভেঙে ব্লকবাস্টারের তকমা পেয়েছে। কিন্তু এই সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

সম্প্রতি নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘সিলেকশন ডে’র একটি অনুষ্ঠানে ফাতিমা বলেন,‘থাগস অব হিন্দুস্তান’র ব্যবসায়িক ব্যর্থতাতে আমি অনেক কষ্ট পেয়েছি। ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেনি। আর এ বিষয়টি আমার হৃদয় ভেঙেছে। যা খুবই দুঃখজনক। কারণ আমরা সবাই একটি ভালো সিনেমা তৈরি করার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত এটি ভাল হয়নি। দর্শক সিনেমাটি পছন্দ করেননি। এর জন্য আমার মন অনেক বেশি খারাপ হয়েছে।’

চলতি বছরের অন্যতম আলোচিত এই সিনেমাটিতে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা গেছে অমিতাভ বচ্চন ও  আমির খানকে। ছবিটি প্রযোজনা করেছিলেন যশরাজ ফিল্মস এবং ছবিটির পরিচালনা করেছিলেন বিজয় কৃষ্ণা। সিনেমাটির মুক্তি দেওয়া হয়েছিল গত ৮ নভেম্বর।

Bootstrap Image Preview