Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভবনের ছাদ থেকে ১৯ লাখ টাকা উড়িয়ে আটক কোটিপতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:০৭ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভরদুপুরে বহুতল ভবনের ছাদ থেকে উড়ে আসছে লাখ লাখ টাকা! আর সেই টাকা কুড়িয়ে নেয়ার জন্য হুড়োহুড়ি লেগে গেছে রাস্তায়। চমকে দেয়ার মতো ঘটনাটি ঘটেছে হংকংয়ের শাম শুই পো একালায়।

জানা গেছে, ২৪ বছর বয়সী ওং চিং-কিট গত রবিবার দুপুরে একটি ল্যাম্বরগিনি স্পোর্টস কারে বিপুল পরিমাণ টাকা নিয়ে আসেন। তার পর একটি বহুতল ভবনের ছাদে উঠে গিয়ে সেই টাকা তিনি ছড়িয়ে দেন রাস্তায়।

জনবহুল রাস্তায় তখন হকচকিয়ে গেছে পথচারীরাও। কেউ কেউ সেই টাকা কুড়িয়েও নিতে শুরু করে দিয়েছে। মোবাইলে এই অদ্ভুত দৃশ্য রেকর্ড করে রাখতেও দেখা যাচ্ছে কাউকে কাউকে। বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। এই গ্রেপ্তারের ঘটনাও লাইভ দেখান তিনি!

বাংলাদেশি টাকায় প্রায় ১৯ লাখ টাকা তিনি এভাবে ছড়িয়ে দিয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু কেন এমন করলেন তিনি? পুলিশ  বলছে, ‘ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন’-এর কেনা-বেচা করেই বিপুল অর্থের মালিক হয়ে গেছেন ওং চিং-কিট।

তার মতে, তিনি বড়লোকদের অর্থ হাতিয়ে গরিবদের সাহায্য করতে চান। সে কারণেই ওই অর্থ বিলিয়ে দিচ্ছিলেন তিনি।

তবে এতটাও মহৎ তার উদ্দেশ্য নয় বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এটি তার কোনো একটি প্রোজেক্টের জন্য ‘পাবলিসিটি স্টান্ট’ বলে মনে করা হচ্ছে।

Bootstrap Image Preview