Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবশেষে বিয়ের ছবি প্রকাশ করলেন শবনম ফারিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:৩৪ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:৪১ PM

bdmorning Image Preview


বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া গত মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার স্বামী হারুন অর রশিদ অপুর সঙ্গে দুটি বিয়ের ছবি প্রকাশ করেছেন। এর আগে তার ভক্ত অনুরাগীরা বিভিন্ন গ্রুপে তাদের বিয়ের ছবি শেয়ার করছিলেন। এরপরেই মূলত তিনি ছবিগুলো শেয়ার করেন।

বিয়ের ছবি প্রকাশ করা নিয়ে শবনম ফারিয়া বলেন, সম্প্রতি আমাদের আকদ হয়েছে। আর সেখানে শুধু আমার এবং অপুর পরিবারের মানুষজন ছাড়া কেউ ছিল না। আমাদের বিয়ের ছবি এখনি পাব্লিক করতে চাইনি। চেয়েছিলাম বিবাহোত্তর সংবর্ধনার পর ছবিগুলো প্রকাশ করবো। কিন্তু আমাদের কিছু আত্মীয়-স্বজন ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে। তাই এবার নিজ থেকেই ছবিগুলো ফেসবুকে শেয়ার দিয়েছি।’

তিনি বলেন,‘আরও দু-বছর আগে অপুর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ঐ সময় অপুর বাবা মারা যাওয়ার কারণে পিছিয়ে যায় বিয়েটি। তারপর এক বছরের মাথায় আবার আমার বাবা মারা যান। এ কারণে দুই বছর পিছিয়ে যায় আমাদের বিয়ে। এখন সবকিছু গুছিয়ে উঠে তাই বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন শুরু করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে শোবিজের সকল বন্ধু, সহকর্মীসহ আরও অনেকের উপস্থিতির মধ্য দিয়ে ১ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।’

জানা যায়, ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর স্বামী হারুন অর রশিদ অপু পেশায় একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক।  তাদের এই বিয়েতে দুই পরিবারের পূর্ণ সমর্থন রয়েছেন। তবে তারা পরস্পরকে ভীষণ ভাবে পছন্দ করেন। আর তাদের এই ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে তাদের দুই পরিবার।

আরও জানা যায়, ২০১৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে হারুন অর রশিদ অপুর অঙ্গে শবনম ফারিয়ার বন্ধুত্ব হয়। এরপর ফেসবুকে কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের বন্ধন বেশ মজবুত হয়। তিন বছর ধরে তাদের দুজনের এই বন্ধুত্বের সম্পর্ক। আর একটা সময় পর তারা দুজনেই পরস্পরের প্রতি ভালোবাসা অনুভব করেন। এরপর তাদের এই সম্পর্কের কথা দুই পরিবার জানলে তারা পূর্ণ সমর্থন দেন। আর এ বছরের ফেব্রুয়ারিতে তাদের একেবারে ঘরোয়াভাবে আঙটি বদল হয়।

শবনম ফারিয়া প্রথম দিকে টুকটাক মডেলিং করলেও ২০১৩ সালে আদনান আল রাজীব পরিচালিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনেত্রী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন। আর সে বছর ভালোবাসা দিবসে নাটকটি প্রচারের পর খুব তাড়াতাড়ি পরিচিতি পান তিনি। এরপর থেকে অসংখ্য দর্শক সমাদৃত নাটকে দেখা গেছে তাকে এবং কাজ করেছেন একাধিক বিজ্ঞাপনেও। আর চলতি বছর ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এই ছবিতে নিলু চরিত্রে অভিনয় করে আলাদা এক পরিচিতি পেয়েছেন মিষ্টি হাসির মেয়ে শবনম ফারিয়া।

 

 

 

 

 

Bootstrap Image Preview