Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যে কারণে দেয়াল থেকে নিজের পোস্টার সরিয়ে ফেলতে বললেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ১২:৫১ AM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ১২:৫১ AM

bdmorning Image Preview


আসন্ন একাদশ নির্বাচনের আর দশ দিনের মত আছে। সারা দেশের  প্রার্থীরা এখন নির্বাচনের প্রচারণায় ব্যস্ত । সে দিক দিয়ে টাইগার দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও আওয়ামী লীগ প্রার্থী ।নড়াইল-২ আসন থেকে তিনি দাঁড়িয়েছেন। তবে নির্বাচনের প্রচারণায় কোনধরনের আচরণবিধি ভঙ্গ না করতে কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গত কয়েক দিন ধরে নড়াইলে মাশরাফিকে নিয়ে  যত পোস্টার  লাগানো হয়েছে। সেই সকল পোস্টার  দেয়াল এবং বিদ্যুতের খুঁটি থেকতা সরিয়ে ফেলতে দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ম্যাশ নিজেই।

জানা গিয়েছে,মাশরাফির এই নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে বুধবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে মাঠে নেমে পড়েছেন তার কর্মী এবং ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে তারা এলাকার বিভিন্ন দেয়াল ও বিদ্যুতের খুঁটি থেকে মাশরাফির নির্বাচনী পোস্টার অপসারণ করছেন। মাশরাফির নির্বাচনী প্রচারণায় দলীয় নেতাকর্মী ছাড়াও গত একমাস ধরে কাজ করে চলছেন মাশরাফির কয়েকশ’ তরুণ ভক্ত।
 

Bootstrap Image Preview