সিলেট থেকে প্রথম টি-টোয়েন্টি খেলে ঢাকায় আসার পর জ্বর আক্রন্ত হয়েছেন টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান। সেই কারণে গতকাল অনুশীলন করেননি তিনি। তাই আজ দ্বিতীয় ম্যাচে তাঁর খেলা নিয়ে একটু দুশ্চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে আবু হায়দার রনির পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন রুবেল হোসেন।
রুবেলের খেলার পূর্বাভাস দিয়েছেন দলের প্রধান বোলিং কোচ কোর্টনি ওয়ালাশ। আজ মিরপুরে একান্ত ভাবে রুবেল ও মোস্তাফিজকে দিয়ে টানা কয়েক এক ওভার বোলিং করিয়েছেন। ছোট খাটো ভুল গুলো দেখিয়েও দিয়েছেন। ম্যাচের আগের দিন দুই পেসারকে নিয়ে এমন অনুশীলন একাদশে থাকার কথায় বলে। তাই আজকের এই ম্যাচে একাদশে এই একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি।
টাইগার দলের একাদশঃ টাইগারদের সম্ভাব্য একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আরিফুল হক ও মোহাম্মদ সাইফউদ্দিন।