নিজেদের অস্ত্র বুমেরাং হয়ে আঘাত হানল পাকিস্তানের উপর। বিসিসিআইয়ের বিরুদ্ধে ৪৯২ কোটি টাকার মামলা করেছিল পাক ক্রিকেট বোর্ড। সেই মামলায় হেরে এখন তাঁদের কার্যত কোনঠাঁসা অবস্থা। আইসিসির তরফে বলা হয়েছে, বিসিসিআই-এর আইনি খরচের ৬০ শতাংশ দিতে হবে পাক বোর্ডকে।অথাৎ মামলায় রায় তাদের বিপক্ষে যাওয়ায় এবার উল্টো ২০ লাখ ডলার জরিমানা গুণতে হবে পিসিবিকে।
২০১৪ সালে করা চুক্তি মেনে পাকিস্তানের সঙ্গে ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না, এটাই ছিল পিসিবির অভিযোগ। সেই জন্য ৭০ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৯২ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে পাক বোর্ড।কিন্তু আইসিসির ডিসপুট প্যানেল সেই দাবি খারিজ করে দেয়।এর পরিপ্রেক্ষিতেই আইনি খরচ মিটিয়ে দেওয়ার জন্য পাক বোর্ডের বিরুদ্ধে পাল্টা মামলা করে বিসিসিআই। আর সেই মামলাতেই জিতেছে ভারতীয় বোর্ড।
আইসিসি যা নির্দেশ দিয়েছে, তাতে বোর্ডের খরচার ৬০ শতাংশ দিতে হবে পিসিবিকে। এখানেই শেষ নয়। আইসিসির প্যানেলের যা খরচা হয়েছে, সেই প্রশাসনিক খরচেরও ৬০ শতাংশ দিতে হবে পিসিবিকে। এই রায়ের বিরুদ্ধে আবেদন করা যাবে না বলে জানিয়ে দিয়েছে আইসিসি।
আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটি এ মামলার রায় ঘোষণার সময়েই জানিয়ে দিয়েছিলো যেহেতু এ মামলায় পিসিবি এরই মধ্যে ১০ লাখ ডলার খরচ করেছে, তাই তাদের বিসিসিআইর দাবীকৃত অর্থের পুরোটা দিতে হবে না। তাই বিসিসিআই যে অর্থ দাবী করেছে তার ৬০ শতাংশই দেবে পিসিবি।