Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমার নায়িকারা প্রচারণায় নামলে মাঠ বেসামাল হবে: হিরো আলম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ১০:৫৩ AM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ১০:৫৭ AM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


বেসামাল পরিস্থিতি সামলে রাখতেই প্রচার-প্রচারণায় নায়িকাদের অংশ নেয়া থেকে বিরত রেখেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম।

নির্বাচনী জনসংযোগ নিয়ে তিনি বলেন,‘নির্বাচনী মাঠ এখন আমার দখলে। আমি বাঘের বাচ্চার মতো গর্জে উঠেছি। আর আমার প্রতীক সিংহ। কেউ আমার পক্ষের জোয়ার ঠেকাতে পারছে না। হাজার হাজার মানুষ এখন আমার পক্ষে প্রচার চালাচ্ছে।’

হিরো আলম আরও বলেন,‘যেখানে যাচ্ছি,সেখানেই হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে। আমাকে নিয়ে মোবাইলে সেলফি তুলতে সবাই অস্থির। আমি বের হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মানুষ আমাকে এত ভালোবাসে আগে জানতাম না। আরও যদি আমার হিরোইনদের (নায়িকা) মাঠে নামাই, তাহলে পরিস্থিতি আরও বেসামাল হয়ে পড়বে। তখন আর কিছুই নিয়ন্ত্রণে থাকবে না। এ কারণেই তাদের মাঠে নামতে দিচ্ছি না। তবে নায়িকরা মাঠে নামতে চাইছে। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব।’

ক্যাবল ব্যবসায়ী থেকে হিরো আলম পরিচিতি পাওয়া এ প্রার্থী বলেন, ‘নির্বাচনে অংশ নেয়ার পর থেকে আমার জনপ্রিয়তা বাড়ছে। ইউটিউব চ্যানেলগুলোয় প্রতিদিন হাজার হাজার মানুষ আমার নামে সার্চ দিচ্ছে। ঢাকা থেকে মানুষ এসে আমার পক্ষে প্রচার চালাচ্ছে। আমি খুশি। আওয়ামী লীগ এবং বিএনপির ভোটাররাও এখন আমার পক্ষে ভোট চাইছে।’

এবারের নির্বাচনে উৎসুক জনতার বিশেষ দৃষ্টি যে এই আসনটির উপর থাকবে টা আর বলার অপেক্ষা রাখে না।

Bootstrap Image Preview