আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।সিলেটে দুর্দান্ত জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা। দ্বিতীয় টি-২০ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়াতে চায় বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-২০।
সিরিজ বাঁচাতে আজ দ্বিতীয় ম্যাচ জিততেই হবে টাইগাদের। তবে আড়াই বছর হয়ে গেল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টি-২০ ফরম্যাটে জয় পায় না বাংলাদেশ। এই ফরম্যাটে মিরপুরে সর্বশেষ বাংলাদেশ জয় পেয়েছিলো ২০১৬ সালের ২ মার্চ।এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ দল।
এরপর এই ভেন্যুতে সংক্ষিপ্ত ভার্সনে চারটি ম্যাচ খেলে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হারে টাইগাররা। ভারতের কাছে যথাক্রম ৯ ও ৮ উইকেটে, পাকিস্তানের কাছে ৬ উইকেটে এবং শ্রীলংকার কাছে ৬ উইকেটে হারে বাংলাদেশ। এ ভেন্যুতে টি-২০ ভার্সনে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলে চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে।
এদিকে আজ একাদশে একটি পরিবর্তন আসতে পারে। আবু হায়দার রনির জায়গায় রুবেল েএকাদশে ফিরতে পানে। এছাড়া সমস্যাটা জ্বর সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। বুধবার দলের সঙ্গে অনশীলনেও ছিলেন না তিনি। এমনকি ম্যাচের আগে প্রেস কনফারেন্সে ছিলেন না তিনি। তবে সাকিবের খেলা নিয়ে আশাবাদি ম্যানেজমেন্ট।