বলিউড অভিনেত্রী সানি লিওনকে বেশিরভাগ সময়ই যৌনতাসহ নানা রকমের নেতিবাচক খবরের জন্য খবরের শিরোনাম হতে হয় কিন্তু যখন এসব ‘ননসেন্স’ বিষয় ফলাও করে প্রচার পায়, তখনই তিনি বিরক্ত ও বিব্রত হন।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সানি লিওন বলেছেন, ‘আমি সর্বদা নেতিবাচকতাকে দূরে রাখার চেষ্টা করি,কিন্তু সব সময় পারি না। আমিও তো রক্তমাংসের মানুষ,আমারও তো একটা মন আছে।’
এই সময় তিনি আরও বলেন, ‘যখন মিডিয়া অপ্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করে, যেগুলো মানুষকে কষ্ট দেয়; তখন খারাপ লাগে। উগ্র, হিংস্র মানুষজনকে বেশি মনোযোগ না দিলে এই পৃথিবী আরেকটু বেশি বাসযোগ্য হয়ে উঠতে পারে’
সাংবাদিকদের কাছ থেকেও মাঝেমধ্যে ‘জাজমেন্টাল’ প্রশ্নের মুখোমুখি হন তিনি। আর সেসবের উত্তরও দেন সহজাত ভঙ্গিতে। এই সময় তিনি বলেন, ‘প্রত্যেকটি পরিস্থিতি আলাদা। আমি সবসময় সাংবাদিকদের বেনিফিট অব ডাউট দিতে চাই। আমি সাহসী কাজ করে তাদের দেখিয়ে দিয়েছি। আমি জানি কীভাবে উলটো ওদের অস্বস্তিতে ফেলতে হয় বা খারাপ লাগিয়ে দিতে হয়। ফলে তখন এটা বন্ধ হয়ে যায়। এ ছাড়া নিজেকে সুরক্ষিত রাখার আর কোনো উপায় খুঁজে পাইনি।’
২০১২ সালে পূজা ভাটের ‘জিসম-২’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় সানি লিওনের। এর আগে জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসে অংশ নিয়েছিলেন সানি। পরে তিনি ‘রাগিনী এমএমএস-২’, ‘এক পহেলি লীলা’, ‘কুছ কুছ লোচা হ্যায়’, ‘মাস্তিজাদে’, ‘তেরা ইন্তেজার’ সিনেমায় অভিনয় করেছেন।
সম্প্রতি সানি লিওন বাংলাদেশের সংগীতশিল্পী তাপসের গান ‘লাভলি অ্যাক্সিডেন্ট’-এ নেচেছেন। মিউজিক ভিডিওটি সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের প্রতিষ্ঠান সানসিটি মিডিয়া এন্টারটেইনমেন্ট প্রযোজনা করেছে।