Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খোলামেলা পোশাক নিয়ে খোলামেলা উত্তর দিলেন সারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ১১:৩২ AM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ১১:৩২ AM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


সারা আলি খান নিজের প্রথম সিনেমায় অভিনয়-দক্ষতা দিয়ে মন জয় করেছেন অসংখ্য দর্শকের। চিত্রসমালোচকরাও তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তবে এখনই খোলামেলার মতো কোন সাহসী দৃশ্যে অভিনয় করতে চান না তিনি।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সারাকে জিজ্ঞেস করা হয়েছিল,পর্দায় তিনি কি বিকিনি পরবেন অথবা বোল্ড দৃশ্যে অভিনয়ের ইচ্ছে আছে কি না। উত্তরে এ তারকাকন্যা বলেন,‘অকপটে বলছি, ঠিক এখন এসব করব কি করব না তা নিয়ে সিদ্ধান্ত নিইনি। তবে আমাকে সন্তুষ্ট করতে পারবে না,এমন কোনো কিছু আমি করব না।’

কিছুদিন আগে মেয়ের প্রথম ছবি দেখেন পাতৌদির নবাব। এর প্রতিক্রিয়ায় তিনি বলেন,‘আমার কন্যা সারা অভিষেক ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন। ক্যারিয়ারে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি আমি। আমি তার জন্য খুব খুশি। এটা সম্পূর্ণই সে বেছে নিয়েছে। সে-ই নির্বাচন করেছিল এবং তা পূর্ণ করেছে এবং আমি মনে করি সে বেশ মেধাবী। একজন চিন্তাশীল অভিনেত্রী, প্রত্যেক শটে যে সেটা প্রকাশও করেছে। আমি তার অসাধারণ ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।‘

চিত্রসমালোচক শৈবাল চক্রবর্তী সারা আলি খানকে সিনেমার ‘সবচেয়ে বড় সম্পদ’ বলে বর্ণনা করেছেন। ‘কেদারনাথ’ ছবিতে সারা জুটি বেঁধেছেন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে।

বলিউডে অভিষেকের পর খুব দ্রুতই মুক্তি পাচ্ছে সারার দ্বিতীয় সিনেমা ‘সিম্বা’। রোহিত শেঠি পরিচালিত অ্যাকশনধর্মী এ সিনেমায় সারা জুটি বেঁধেছেন রণবীর সিংয়ের সঙ্গে। অসৎ পুলিশ কর্মকর্তা থেকে সৎ পুলিশ কর্মকর্তা হয়ে ওঠার গল্প ‘সিম্বা’। ২৮ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

 

 

Bootstrap Image Preview