আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচে ৭৩ ম্যাচে ১৫৯০ রান করেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। আর মাত্র ১৮ রান করতে পারলেই তিনি ছাড়িয়ে যাবেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না ও ক্যারিবিয় ব্যাটিং দানব গেইলকে।
তামিম টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১টি সেঞ্চুরি ও ৬টি অর্ধশতক নিয়ে করেছেন ১৫৯০ রান। তার ব্যাটিং স্টাইকরেট ১১৭। সর্বোচ্চ রান ১০৩। এ তালিকায় ৭৮ ম্যাচের ৬৬ ইনিংসে ব্যাট করে ভারতের হয়ে ১৬০৪ রান করেছেন রায়না। তাই রায়নাকে টপকাতে তামিমের প্রয়োজন ১৫ রান। রায়নার মতো টি-টোয়েন্টিতে আলেক্স হেলসের রান সমান ১৬০৪।
অন্যদিকে গেইলকে পেরিয়ে যেতে তামিমকে আর মিরপুরে স্টেডিয়ামে অন্তত ১৮ রান করতে হবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজে হয়ে গেইলের রান ১৬০৭। ৫৬ ম্যাচের ৫২ ইনিংস ব্যাট করে তিনি এ রান করেছেন। তার ক্যারিয়ারে রয়েছে ২টি সেঞ্চুরি ও ১৩ টি অর্ধশতক। সর্বোচ্চ স্কোর ১১৭।