Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জামায়াতের ২৫ প্রার্থীর বিষয়ে সোমবার সিদ্ধান্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০১:৫০ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০১:৫০ PM

bdmorning Image Preview


আগামী সোমবারের মধ্যে জামায়াতের প্রার্থীদের নিয়ে হাইকোর্টের রুলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, ‘আমরা হাইকোর্টের চিঠিটা আজকে (বৃহস্পতিবার) পেয়েছি এবং আইন শাখায় বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করতে বলেছি। যাতে কমিশনে বিষয়টি উপস্থাপন করা হয়।’

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি সচিব। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের বলা হয়েছে তিন কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে। আমরা যেহেতু আজকে পেয়েছি, স্বাভাবিকভাবে আমাদের হাতে আরও দুই কার্যদিবস আছে (শুক্র ও শনিবার বন্ধ থাকায় রোব ও সোমবার)। এরমধ্যে নির্বাচন কমিশন নিশ্চয়ই একটা সিদ্ধান্ত দেবে।’

নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতা ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে ১৮ ডিসেম্বর একটি রিট হয়েছে হাইকোর্ট বেঞ্চে। কোর্ট তিন দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।

Bootstrap Image Preview