Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সম্পন্ন হল দেবর-ভাবির বিয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০২:২৫ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০২:২৫ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


কলকাতার দুই জনপ্রিয় অভিনয়শিল্পী অরিত্র দত্ত এবং মহুয়া হালদার। ইন্ডাস্ট্রিতে তাদের পরিচিতি দেবর-ভাবি হিসেবেই। তাদের প্রেম নিয়ে টলি পাড়ায় গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। এবার সব গুঞ্জন আর খবরকে ছাপিয়ে বিয়ে করলেন সেই দেবর-ভাবি। সেই বিয়ে নিয়ে মানুষের উৎসাহেরও শেষ নেই। বিয়ের অতিথি হিসেবে হাজির হয়েছেন একঝাঁক তারকাও।

মহুয়ার ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল ‘মা’। সেখানে মহুয়ার দেবরের চরিত্রে অভিনয় করেছিলেন অরিত্র। ওখানে কাজ করতে গিয়েই তাদের বন্ধুত্ব ও প্রেম। সেই প্রেম এবার গড়াচ্ছে বিয়েতে।

‘মা’ ধারাবাহিকটি এক সময় তুমুল জনপ্রিয় হয়েছিল। সেখানে বেশ জমে উঠে দেবর-ভাবির রসায়ন। কয়েকদিন ধরে তাদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। সে গুঞ্জন সত্যি করে গত ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন তারা।

বিয়ে এবং রিসেপশনে হাজির ছিলেন জনপ্রিয় তারকারা। নিজেদের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন দু’জনে। সেখানে শুভেচ্ছার বান ডেকেছে।

তাদের বিয়ে নিয়ে বেশ মাস্তিতে আছে কলকাতার টিভি মিডিয়ার লোকজন। সবাই টিপ্পনি কাটছেন দেবর-ভাবির বিয়ে হচ্ছে বলে বলে। বিষয়টা বেশ এনজয় করছেন অরিত্র-মহুয়াও।

Bootstrap Image Preview