Bootstrap Image Preview
ঢাকা, ৩১ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২৪ ঘণ্টা পেছালো ড. কামালের সংবাদ সম্মেলন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০২:৫৫ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০২:৫৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জাতীয় ঐক্যফ্রন্টের যে সংবাদ সম্মেলনটি আজ (বৃহস্পতিবার) বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি ২৪ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।

আজ বিকেল সাড়ে ৩টায় ঐক্যফ্রন্টের পল্টন কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি, ঐক্যফ্রন্ট নেতাদের ওপর হামলা, মামলা গ্রেফতার নিয়ে কামাল হোসেনের সংবাদ সম্মেলন করার কথা ছিল।

ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর ড. মেহেদী মাসুদ জানিয়েছেন, ড. কামাল অসুস্থ বোধ করায় সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের নতুন সময় নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে আসন্ন জাতিয় সংসদ নির্বাচনে সারাদেশে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গ্রেফতারসহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ছিল।

সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকার কথা ছিল।

জোট সূত্র থেকে বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ড. কামাল হোসেন। মূলত এ জন্যই জরুরি এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছিলো।

Bootstrap Image Preview