নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আমি চাই আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করে আওয়ামী লীগ সরকার গঠন করেন। যাতে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেজন্য সকলে মিলে কাজ করবেন এটাই আশা করি।
আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলে নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদানকালে মাশরাফির পক্ষে ভোট চান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘যাকেই নমিনেশন দিই না কেন আমি দাবি করি দুইটা সিটেই আমি এক সাথে জিতেছিলাম। নড়াইল সিটা আমার সিট। ঠিক আছে কেউ কথা বলেন না কেন।’
শেখ হাসিনা আরও বলেন, ‘যাই হোক সেই কথা মনে করে আমি ভোট চাচ্ছি। এই দুই সিটের জন্য। নৌকা মার্কায় ভোট চাচ্ছি। কি ভোট দেবেন তো?’
এ সময় নড়াইলের নেতাকর্মীরা নৌকার স্লোগান দিতে থাকলে প্রধানমন্ত্রীও স্লোগান দেন, ‘কোন সে মার্কা নৌকা, নৌকা।’