Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শহীদ মিনারে টুটুলকে শেষ শ্রদ্ধা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৭ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশ চলচ্চিত্রের বরেণ্য নির্মাতা সাইদুল আনাম টুটুলকে শেষবারের মতো কেন্দ্রিয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত সম্মিলিত সংস্কৃতিক জোটের উদ্যোগে শহীদ মিনারের পাদদেশে তার মরদেহ রাখা হয়। এসময় উপস্থিত ছিলেন তার স্ত্রী ও দুই কন্যা।

এই নির্মাতাকে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের পাশাপাশি আসেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। তাদের মধ্যে ছিলেন সৈয়দ হাসান ইমাম, মুস্তাফা মনোয়ার, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, তারিক  আনাম খান, গোলাম কুদ্দুস, মাসুম রেজা, কবি মুহম্মদ সামাদ, ড. মুহম্মদ জাফর ইকবাল, ডা. ইয়াসমিন হক, আফরোজা বানু, নির্মাতা এস এ হক অলীকসহ শিল্প-সংস্কৃতি অঙ্গনের আরও অনেকে।

গত মঙ্গলবার বিকাল ৩টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টুটুল। তিনি একাধারে নির্মাতা, অভিনয়শিল্পী ও চিত্র সম্পাদক ছিলেন।

এই নির্মাতা ১৯৫০ সালের ১ এপ্রিল পুরোনো ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তিনি ৬ নম্বর সেক্টরের অধীন খুলনা অঞ্চলে সরাসরি যুদ্ধে অংশ নেন। যুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। ১৯৭৪ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে পুনে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে চলচ্চিত্র সম্পাদনা বিষয়ে পড়াশোনা করতে চলে যান।

‘সূর্য দীঘল বাড়ি’ ছবিটির সম্পাদনার জন্য টুটুল জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। মূলত তিনি একজন চলচ্চিত্র নির্মাতাই হতে চেয়েছিলেন। ‘আধিয়ার’ নামে একটি ছবিই পরিচালনা করেছেন তিনি। মৃত্যুর আগে তার দ্বিতীয় ছবি ‘কালবেলা’র শুটিং করছিলেন তিনি। আর এই দুটি চলচ্চিত্রই ছিল সরকারি অনুদানের।

টুটুল নির্মিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে নাল পিরান, দায় মার সন্তানেরা, বখাটে, সেকু সেকান্দর, নিশিকাব্য, ৫২ গলির এক গলি, আপন পর, গোবর চোর, হেলিকপ্টার, মৃতের প্রত্যাবর্তন, অপরাজিতা এবং তার সম্পাদিত ছবির মধ্যে উল্লেখযোগ্য ঘুড্ডি, দহন, দীপু নাম্বার টু, দুখাই।

Bootstrap Image Preview