Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ের আমেজ এখনো কাটেনি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৯ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৯ PM

bdmorning Image Preview


বলিউডে একের পর এক বিয়ের অনুষ্ঠান চলছে এটা যেন আর শেষ হবার নয়। প্রিয়াংকা চোপড়া আর নিক জোনাসের বিয়ে অনেক দিন হয়ে গেল। কিন্তু আবারও তারা গত বুধবার (১৯ ডিসেম্বর ) মুম্বাইয়ে রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করেন। এমনকি আগামীকাল আরও একটি রিসেপশন অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন বলিউডের সকল তারকারা।

প্রিয়াংকা বিয়েতে সাদা গাউন আর লাল লেহেঙ্গায় ভক্তদের মন কেড়ে নিয়েছিলেন । আর গতকালের রিসেপশনে রয়্যাল ব্লু-গোল্ডেন গাউন আর গলায় বড় একটি ডায়মন্ডের নেকলেসে ঝলমল করছিলেন তিনি। বিশেষ করে তার নেকলেসটি নিয়ে চলছে অনেক আলোচনা। সব্যসাচীর নকশা করা এই নেকলেসটির কারণে পিগি চপস এর সাজ যেন আরও বেশি পূর্ণতা পেয়েছে। আর সেখানে নিক পরেছেন ছাই-রঙা স্যুট।

তাদের এই রিসেপশন অনুষ্ঠানটি মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে আয়োজন করা হয়েছে। ভিআইপি কিছু অতিথির জন্য আয়োজিত এই রিসেপশনে সাংবাদিকরাও আমন্ত্রিত ছিলেন।

প্রিয়াঙ্কা-নিক গত ১ ও ২ ডিসেম্বর যোধপুরের উমেদভবনে বিয়ে করেন। তারা প্রথমদিন খ্রিষ্টান রীতিতে বিয়ে করেন এবং দ্বিতীয় দিন হিন্দু রীতিতে সাত পাঁকে বাঁধা পড়েন।  

 

Bootstrap Image Preview