Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপির আরও তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৫:০১ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৬ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আরও তিন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্ট। উপজেলা চেয়ারম্যান পদ থেকে মনোনয়নপত্র জমা দেয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

পৃথক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এই তিন প্রার্থী হলেন, জামালপুর- ৪ আসনে শামীম তালুকদার, জয়পুরহাট- ১ আসনে ফজলুর রহমান ও ঝিনাইদহ- ২ আসনে আবদুল মজিদ।

আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন, অ্যাডভোকেট শাহ্ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এর আগে বিএনপির এ তিন প্রার্থী চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করা সত্ত্বেও নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন।

পরে কমিশনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে পৃথক আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি শেষে তাদের প্রার্থিতা বাতিলের আদেশ দেন হাইকোর্ট।

এর আগে ঢাকা- ১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাকের মনোনয়নও একই কারণে বাতিল করেন আদালত।

Bootstrap Image Preview