বাংলাদেশ লোকগানের সঙ্গীত শিল্পী মমতাজ বেগম আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে এবারও মানিকগঞ্জ-২ আসনের জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছেন। গত বুধবার (১৯ ডিসেম্বর) তিনি হরিরামপুরের বিভিন্ন এলাকায় পথসভা শুরু করেন।
দুপুরে হরিরামপুরের বাল্লা ইউনিয়নের ভেজদী মোড় এলাকায় গিয়ে দেখা যায়, পাঁচ শতাধিক মানুষ জটলা পাকিয়ে আছেন। এঁদের মধ্যে নারীর সংখ্যা ছিল বেশি। এক পাশে দাঁড়িয়ে আছেন গৃহবধূ রোকেয়া বেগম। তিনি বলেন, ‘টিভিতে তারে (মমতাজ) অনেক দেহি, তার গান হুনি। কিন্তু তারে সামনে দেহি নাই।’
মমতাজ আসছেন বলে-মাইকে ঘোষণার পরপরই আশপাশের নারী ও পুরুষেরা সভাস্থলে আস্তে আস্তে জড়ো হতে থাকেন। এরপর সেখানে উপস্থিত হন মমতাজ। এ সময় সেখানে থাকা সকল নারীরা তাকে কাছে থেকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। পরবর্তীতে তিনি উপস্থিত সবার উদ্দেশে বক্তব্য রাখেন। সে সময় তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার আমলে প্রতিটি খাতে উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই অগ্রযাত্রায় অংশ নিতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।’
পরে তিনি বাল্লা ও গালা ইউনিয়নের ১০টি এলাকায় পথসভা ও গণসংযোগ করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাবেক সাংসদ সামসুদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য সালাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের নেতা আবিদ হাসান, ইউসুফ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল বাশার, জেলা যুবলীগের নেতা তামজিদ উল্লাহ প্রধান এবং জেলা ছাত্রলীগের নেতা কাজী রাজু আহমেদসহ আরও অনেকে।