উইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নেমেছে টাইগাররা। আজ হারলেই সিরিজ ক্যারিবিয়ানদের হয়ে যাবে। অন্যদিকে জিততে পারলে ১-১ সিরিজ সমতায় আসবে। সেই জয়ের লক্ষে টসে হেরে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪ ওভারের ১ উইকেটে ৪২ রান ।
আউট হয়েছেনঃ তামিম(১৫)।
তামিম ও লিটনের ব্যাটে ঝড়ঃ সিলেটের মাঠে ওপেনিংয়ের শুরুটা ভালো না করতে পারলেও মিরপুরের মাঠে ব্যাটে ঝড় তোলেন তামিম ও লিটন। কিন্তু প্রথম ম্যাচের মত এই ম্যাচের বেশি সময় উইকেটে দাঁড়াতে পারলেন না তামিম।/ খেলার ৫ ওভারের মাথায় অ্যালেনের বলে ক্যাচ আউট হন তিনি।
টাইগার একাদশে আজ কোন পরিবর্তন হয়নি। আবু হায়দার রনির পরিবর্তে রুবেল হোসেনের খেলার কথা থাকলেও শেষ মুহুর্তে সেই পরিবর্তন হয়নি। অন্যদিকে উইন্ডিজ একাদশেও কোন পরিবর্তন হয়নি।
টাইগার একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আরিফুল হক ও মোহাম্মদ সাইফউদ্দিন।