Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যেভাবে চোরকে বেকায়দায় ফেলল নাসার বিজ্ঞানী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৩ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চোর তার বাড়ির সামনে থেকে চুরি করে পালিয়েছিল। সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়়লেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। তাই বাধ্য হয়েই বিকল্প উপায় বের করলেন নাসার ইঞ্জিনিয়ার মার্ক রোবার। ছয় মাস ধরে মাথা খাটিয়ে তিনি বের করলেন একটি উপায়। সেই উপায়ই এখন হিট নেট দুনিয়ায়।

মার্ক বর্তমানে নাসার মার্স কিউরিউসিটি রোভারে কর্মরত। চোরকে জব্দ করতে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে রোবার তৈরি করলেন এক গ্লিটার বোমা। তারপর অ্যাপেলের এক হোমপড ডিভাইসের বাক্সে ঢুকিয়ে তিনি বসে রইলেন চোর ধরার জন্য।

এই গ্লিটার বোমাটি এমনভাবে তৈরি হয়েছিল যে চোর ওই বাক্সটা খোলার সঙ্গে এক পাউন্ড ওজনের গ্লিটার ছড়িয়ে পড়বে। আর সেই মুহূর্তের ভিডিও বাক্সে ভেতরে বসানো চারটি ফোনের ক্যামেরায় রেকর্ড হবে। বাক্সটা নড়াচড়া করা হলে ভেতরে অ্যাক্সেলেরোমিটারে তা ধরা পড়বে।

বাক্সটা দরজার কাছ থেকে সরিয়ে নিলে ফোনগুলো জিপিএস সিগনালের মাধ্যমে জানিয়ে দেবে বাক্সের সর্বশেষ অবস্থান। চোর বাক্সটা খোলার সঙ্গে সঙ্গেই গ্লিটার চারপাশে ছড়িয়ে পড়বে। বাক্সটা যাতে কেউ লুকিয়ে রাখতে না চায় সে জন্য বাক্স থেকে উৎকট দুর্গন্ধযুক্ত গ্যাস বের হবে।

চোরকে জব্দ করতে মার্ক রোবার পার্সেলটি তার বাড়ির সদর দরজায় রেখে দেন। রোবার তার পরীক্ষা শুরু করার পর বাক্সটি বেশ কয়েকবার চুরি হয় এবং প্রতিবারই চোরদের কীর্তি ক্যামেরায় ধরা পড়ে। আর প্রতিবারই বিরক্ত আর হতাশ চোরেরা বাক্সটি ফেলে পালিয়ে যায়।

গোটা ঘটনার এই ভিডিও মার্ক আপলোড করেছেন তার ইউটিউব অ্যাকাউন্টে। ইতিমধ্যেই প্রায় আড়াই কোটি লোক দেখেছেন এই ভিডিওটি।

Bootstrap Image Preview