Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে বাড়ির উঠান থেকে চা স্টলে বইছে ভোটের হাওয়া

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৬:২৪ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৬:২৬ PM

bdmorning Image Preview


নরসিংদীতে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই হাট-বাজারগুলোতে মিষ্টি চায়ে প্রধান দুই বিরোধী প্রার্থীদের ততই সমালোচনা বাড়ছে। তেমনি প্রতিটি উপজেলার প্রার্থীরা বিভিন্ন অলিগলিতে নির্বাচনের ব্যানারে ক্যাম্প বসিয়ে ভোটারদের মুখে চা উঠিয়ে দিতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সন্ধ্যা হতেই জমে চায়ের আড্ডা।

তেমনি রায়পুরা উপজেলার সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী রাজু উদ্দিন আহমেদ রাজু নৌকা প্রতীক পাওয়ার পর পরই তার বাড়ির পশ্চিম পাশে একটি চায়ের দোকান বসিয়ে দেয়।

কিন্তু বিরোধী পক্ষরা চায়ের আড্ডা না জমাতে পারলেও উঠান বৈঠক তৈরী করে বাহারী রঙের প্রতিশ্রুতি দিয়ে আসছে ভোটারদের। এদিকে ভোর সকাল হতেই ব্যাটারীচালিত অটো ও তিন চাকার যানবাহন সিএনজি দিয়ে ডিজিটাল পদ্ধতিতে মাইক ব্যবহার করে গানের মাধ্যমে ভোটারদের উৎসাহ দিচ্ছেন।

এদিকে শিবপুর উপজেলার নৌকা প্রতীক পাওয়া জহিরুল হক মোহন গণসংযোগ করেন জয়নগর ইউনিয়নে। ধানের শীষ প্রতীক পাওয়া আলহাজ্ব মনজুর এলাহী দুলালপুর ইউনিয়নে গণসংযোগ করেন।

নরসিংদী এক আসনে নৈৗকা প্রতীক পাওয়া নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক) গণসংযোগ করেন ইউএমসি মিলের সংলগ্ন স্থানে। ধানের শীষ প্রতীক পাওয়া খায়রুল কবির খোকন কারাগারে থাকা অবস্থায় তার পক্ষ থেকে গণসংযোগ করেন তার নেতাকর্মীরা।

ভোটের উৎসব এখন নরসিংদী জেলার পাঁচটি আসনে। যতই দিন ঘনিয়ে আসছে ততই নানাভাবে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন মনোয়ন পাওয়া প্রার্থীরা।

তবে প্রার্থীদের নিজেদের প্রতি আস্থা ও ধৈর্যশীল হবার আহ্বান জানিয়েছেন সুশীল সমাজ। তারা জানান, মানুষ  বর্তমান সচেতন। ভোট কেন্দ্র দখল করে ব্যালটে সীল মারার সুযোগ নেই। বিভিন্ন প্রচার মাধ্যম এখন সোচ্চার।

নির্বাচনের বাকি আর মাত্র দশ দিন। যার মধ্যে প্রচারণার সুযোগ পাওয়া যাবে আট দিন। আর তাই চায়ের দোকান থেকে শুরু করে ঘরে-বাইরে সর্বত্রই এখন ভোটের আলোচনা। যেন দম ফেলার ফুসরত নেই প্রার্থী ও তাদের সমর্থকদের। প্রার্থীরা ছুটছেন নরসিংদী শহরের অলিগলিতে। ভোটারদের আশ্বাসও পাচ্ছেন প্রার্থীরা।

এদিকে রাজনীতি বিশেষজ্ঞরা মনে করেন, ভোটারেরা গণতন্ত্রে রক্ষাকবচ তারা ভোট দিয়েই গণতন্ত্র রক্ষা করুক। আর পরিবেশ রক্ষা করার দায়িত্ব প্রার্থীদের। এজন্য প্রয়োজন নিজের প্রতি আস্থা, ভোটারদের প্রতি আনুগত্য, ধৈর্য এবং সহশীলতার। নির্বাচনে অবিশ্বাস, শঙ্কা আর পাল্টাপাল্টি অভিযোগ যেন সত্য না হয় সেদিকে কড়া নজর দিতে নির্বাচনে কমিশনের প্রতি আহবান সচেতন মহলের।

Bootstrap Image Preview