Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্যারিবিয়ানদের ২১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ   

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৩ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৩ PM

bdmorning Image Preview


উইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নেমেছে টাইগাররা। আজ হারলেই সিরিজ ক্যারিবিয়ানদের হয়ে যাবে। অন্যদিকে জিততে পারলে ১-১ সিরিজ সমতায় আসবে। সেই জয়ের লক্ষে টসে  হেরে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১১ রান করেছে টাইগাররা। জয়ের জন্য ক্যারিবিয়ানদের ২১২ রান দরকার। 

প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে এই ম্যাচে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। লিটন ,সৌম্য , সাকিব ও মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে ভর করে ৪ উইকেট হারিয়ে ২১১ রান করেছে।

আউট হয়েছেনঃ তামিম(১৫), সৌম্য (৩২), লিটন(৬০), মুশফিক (১), সাকিব(৪২)*, মাহমুদউল্লাহ(৪৩)*।
 
ব্যাট হাতে ব্যর্থ মুশফিকঃ সিলেটের মাঠে রানআউট হয়ে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন মুশফিক। সেই ব্যর্থতা কাটিয়ে আজও ঘুরে দাঁড়াতে পারলেন এই ডান হাতি ব্যাটসম্যান। মাত্র ১ রান করে আজও ক্যাচ আউট হলেন তিনি।

ফিরলেন সৌম্যঃ তামিমের বিদায়ের পরে লিটনের সাথে ব্যাটিংয়ে আসেন সৌম্য সরকার। লিটনের সাথে তাল মিলিয়ে তিনিও ব্যাটিং করতে থাকেন । দুই জন মিলে করেন ৬৮ রানের জুটি। তাদের ব্যাটিংয়ে যখন দিশেহারা ক্যারিবিয়ানরা এমন সময় কোটরেলের বলে সৌম্যর উড়ন্ত ক্যাচ ধরেন ব্রর্থওয়েট। তখন খেলায় ১১,২ ওভার ছিলো। একই ওভারেই লিটনকে বোল্ড আউট করেন কোটরেল।

লিটনের ঝড় ফিফটিঃ প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও আজ মিরপুরের মাঠে ব্যাটিংয়ে ঝড় তুলেছেন লিটন দাস। ওপেনিংয়ের শুরু থেকে তাঁর ঝড় ব্যাটিংয়ে মাত্র ২৭ মিনিটে ৩৪ বলে দলীয় ফিফটি রান হয়। এরপর লিটন চারটা ৫ ও চারটা ৬ হাঁকিয়ে ২৬ বলে খেলে  নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলেনেন। 

তামিম ও লিটনের ব্যাটে ঝড়ঃ সিলেটের মাঠে ওপেনিংয়ের শুরুটা ভালো না করতে পারলেও মিরপুরের মাঠে ব্যাটে ঝড় তোলেন  তামিম ও লিটন। কিন্তু প্রথম ম্যাচের মত এই ম্যাচের বেশি সময় উইকেটে দাঁড়াতে পারলেন না তামিম।খেলার ৫ ওভারের মাথায় অ্যালেনের বলে ক্যাচ আউট হন তিনি।  

টাইগার একাদশে আজ কোন পরিবর্তন হয়নি। আবু হায়দার রনির পরিবর্তে রুবেল হোসেনের খেলার কথা থাকলেও শেষ মুহুর্তে সেই পরিবর্তন হয়নি। অন্যদিকে উইন্ডিজ একাদশেও কোন পরিবর্তন হয়নি।

টাইগার একাদশঃ  সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আরিফুল হক ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

উইন্ডিজ একাদশঃ ইভিইন লুইস,  শাই হোপ,  শিমরন হেটমায়ার,  ড্যারেন ব্রাভো,নিকোলাস পুরন, রভম্যান পাওয়েল, কার্লোস ব্রথওয়েতে (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, কেমো পল,শেলডন কোটরেল, ওশেন থমাস। 

Bootstrap Image Preview