সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সুন্দরবন সিনেমা হলের দক্ষিনপাশে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম নাঈম (৫)। সে সদর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামের লিটনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শ্যামনগর উপজেলার সুন্দরবন সিনেমা হলের দক্ষিনপাশে দ্রুতগামী একটি মোটরসাইকেল নাঈমকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কসপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, দ্রুতগামী মটরসাইকেল চাপায় একটি শিশু নিহত হয়েছে। শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তার করা হয়েছে বলে তিনি আরো জানান।