Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হ্যাকিংয়ের শিকার নাসা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৮:০৪ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৮:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কম্পিউটার হ্যাকিংয়ের শিকার হয়েছে। তবে এতে মহাকাশে প্রদক্ষিণরত কোনো স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারানোর মতো কোনো ঘটনা ঘটেনি। এতে নাসার বিজ্ঞানী ও কর্মীদের ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি নাসা জানিয়েছে, ২০১৮ সালের ২৩ অক্টোবর থেকে নাসা’র সাইবার নিরাপত্তা কর্মীরা তদন্ত করতে শুরু করে এই ধারণা থেকে যে, নাসার সার্ভারে অন্য কেউ প্রবেশ করেছে যেখানে ‘পার্সোনালি আইডেন্টিফিয়েবল ইনফরমেশন’(পিআইআই) মজুদ ছিল।

মূলত নাসার একটি সার্ভারের তথ্য চুরি হয়েছে। সেখান থেকে নাসার বর্তমান ও সাবেক কর্মীদের সোশাল সিকিউরিটি নাম্বার এবং অন্যান্য পিআইআই ডেটা মজুদ ছিল সেগুলো বেহাত হয়ে থাকতে পারে। এতে ঠিক কতো সংখ্যক কর্মী আক্রান্ত হয়েছেন তা স্পষ্ট করে বলা হয়নি।

Bootstrap Image Preview