উইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নেমেছে টাইগাররা। আজ হারলেই সিরিজ ক্যারিবিয়ানদের হয়ে যাবে। অন্যদিকে জিততে পারলে ১-১ সিরিজ সমতায় আসবে। সেই জয়ের লক্ষে টসে হেরে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১১ রান করেছে টাইগাররা। জয়ের জন্য ক্যারিবিয়ানদের ২১২ রান দরকার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবিয়ানদের সংগ্রহ ১১ ওভারে ৫ উইকেটে ১০১ রান।
হেটমায়ারকে আউট করলেন সাকিবঃ তিন উইকেট হারানোর পরেও ব্যাটিংয়ে তাণ্ডব চালাতে থাকে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। এদিকে উইকেট খরার ভুগতে টাইগাররা। এরপর ১১ ওভারের মাথায় ক্যাপ্টেন সাকিব এক ওভারে জোড়া উইকেট নিয়ে খেলায় স্বস্তি ফিরিয়ে আনেন। হেটমায়ার ও ব্রাভোকে ক্যাচ আউট করিয়ে মাঠ ছাড়া করেন তিনি।
রনির পর সাকিবের আঘাতঃ প্রথম উইকেট হারানোর পরেও ঝড় ব্যাটিং করতে থাকে উইন্ডিজ। মোস্তাফিজের প্রথম ওভারে নেন ২৪ রান । মোস্তাফিজের এমন ব্যয় বহুল ওভারে চাপে পড়ে টাইগাররা। এরপর সাকিব বোলিংয়ে এসে পুরানকে আউট করে সেই চাপ কিছুটা কমান। এই সময় খেলার বয়স ছিলো ৪,৩ ওভার। পুরান বড় শর্ট খেলতে গিয়ে তামিমের হাতে ক্যাচ তোলেন। এর পরের ওভারে মিরাজ হোপকে ক্যাচ আউট করেন।
রনির প্রথম আঘাতঃ ২১২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে তৃতীয় ওভারের মাথায় উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। আবু হায়দার রনির বলে লুইস বড় শর্ট খেলতে গিয়ে লিটনের হাতে ক্যাচ আউট হন। ব্যাট হাতে লুইস করেন ১ রান।
টাইগার একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আরিফুল হক ও মোহাম্মদ সাইফউদ্দিন।
উইন্ডিজ একাদশঃ ইভিইন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো,নিকোলাস পুরন, রভম্যান পাওয়েল, কার্লোস ব্রথওয়েতে (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, কেমো পল,শেলডন কোটরেল, ওশেন থমাস।