ঢাকায় শীতের তীব্রতা বেড়েছে সে সাথে গত দুই দিন ধরে বৃষ্টি। প্রকৃতির এই বৈরি আবহাওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে রাতের বেলায় শক্তিশালী ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নামা খুব কঠিন ছিলো টাইগারদের জন্য।
এদিকে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা।চাপটা একটু বেশি। তাই সিরিজ বাঁচানোর এই লড়াইয়ে প্রথম টসে জিতে ফিল্ডিং নিতে চেয়েছিলো ক্যাপ্টেন সাকিব। কিন্তু হলো তাঁর উল্টোটা। টসে হেরে
হেরে ব্যাটিং পায় তাঁরা। শিরির ভেজা এই মাঠে রাতের বেলায় বোলিং করা যেন অগ্নি পরীক্ষার সামিল। কিন্তু টসে হারলে তো আর কিছু করার নেই। বুকের সব টুকু সাহস নিয়ে ব্যাটিং করতে নামলো সাকিব ও লিটন।
সিলেটের মাটিতে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে এই দুই ব্যাটসম্যান। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে তাদের কিছু করতেই হবে। সেই লক্ষে ব্যাটিংয়ের শুরুটা দারুণ করেন তাঁরা। ৪১ রানের দুর্দান্ত জুটির ইনিংস খেলেন।
তামিম ১৫ রানে বিদায় নিলেও লিটন ঝড়ের বেগে রান তুলতে থাকেন। ঝড়ো ব্যাটিং করে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করেন লিটন। লিটনের পাশাপাশি থেমে ছিলেন না সৌম্য তিনিও ৩২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। দুই ব্যাটসম্যান মিলে করেন ৬৮ রানের জুটি।
এরপর এই দুই ব্যাটসম্যান বিদায় নিলে জুটি বাঁধেন সাকিব ও মাহমুদউল্লাহ। দলের পুরো দায়িত্ব নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন। দুই জন মিলে করেন ৮৬ রানের জুটি। পুরো ২০ ওভার শেষ করে ২১১ রান করে তাঁরা।
এটি মিরপুরে টি-টোয়েন্টি ক্রিকেট সর্বোচ্চ দলীয় ইনিংসের রেকর্ড। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।
এরপর ২১২ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুতেই লুইসকে হারায় ক্যারিবিয়ানরা। আবু হায়দার রনির বলে বড় শর্ট খেলতে গিয়ে লিটনের হাতে ক্যাচ আউট হন লুইস।
প্রথমে উইকেট হারালেও দমে যাওয়ার পাত্র নয় উইন্ডিজ ব্যাটসম্যানরা। উইকেটে যে আসে সেই ব্যাটিংয়ে ঝড় তুলতে থাকেন। অন্যদিকে ধর্য্যের শেষ টুকু দিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন সাকিবরা।
ক্যারিবিয়নাদের রানের গতি থামানোর জন্য পথে বাঁধা হয়ে দাঁড়ান ক্যাপ্টেন সাকিব নিজেই। একের পর এক আঘাত হানতে থাকেন উইন্ডিজ শিবিরে। সাকিবের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে ক্যারিবিয়ান শিবির। মুহুর্তে থেমে যায় তাদের ব্যাটিং ঝড়। ৪ ওভার বোলিং করে ২১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এই টাইগার ক্যাপ্টেন।
এক সাকিবেই যেন শেষ হয়ে গেল ক্যারিবিয়ান শিবির। এরপর অফ ফর্মে থাকা মোস্তাফিজ নিলেন ২ উইকেট রান খরচ করলেন ৫০ টি। মোস্তাফিজের উইকেটের পরেই মিরপুরে জয়ের বাতাস বইতে শুরু করে দিয়েছে। ম্যাচ তখন টাইগারদের দখলে। অবশেষে.৩৬ রানের জয় নিয়ে মাঠে ছাড়ে টাইগাররা।
টাইগারদের সংক্ষিপ্ত স্কোরঃ২১১/৪
ব্যাটিং- তামিম(১৫), সৌম্য (৩২), লিটন(৬০), মুশফিক (১), সাকিব(৪২)*, মাহমুদউল্লাহ(৪৩)*।
বোলিং- সাকিব(৫), মোস্তাফিজ(২),মিরাজ(১), রনি(১), মাহমুদউল্লাহ(১)।
উইন্ডিজদের সংক্ষিপ্ত স্কোরঃ১৭৫/১০
ব্যাটিং-ইভিইন লুইস(১), শাই হোপ(৩৬), শিমরন হেটমায়ার(১৯), ড্যারেন ব্রাভো(২),নিকোলাস পুরন(১৪), রভম্যান পাওয়েল, কার্লোস ব্রথওয়েতে(৮), ফ্যাবিয়ান এলেন(০), কেমো পল,শেলড৯১ন কোটরেল, ওশেন থমাস।
বোলিং- কোটরেল(২), থমাস(১),অ্যালেন(১)।
টাইগার একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আরিফুল হক ও মোহাম্মদ সাইফউদ্দিন।
উইন্ডিজ একাদশঃ ইভিইন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো,নিকোলাস পুরন, রভম্যান পাওয়েল, কার্লোস ব্রথওয়েতে (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, কেমো পল,শেলডন কোটরেল, ওশেন থমাস।