ঠাকুরগাঁও-১ আসনের নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের ভাগ্যের উন্নয়নের সবসময় কাজ করেছে। এ ছাড়াও দেশের সবক্ষেত্রে উন্নয়ন করেছে আওয়ামী লীগ। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুণরায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এরপর বিকেলে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজারে নির্বাচনী হাটসভায় যোগদেন নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেন।
নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এরপর স্বাধীনতা বিরোধীরা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর দেশকে পিছন দিকে টেনে নিয়ে গিয়েছিল। এ দেশের মানুষের ভাগ্যের বিপর্যয় ঘটেছিল। এরপর ১৯৯৬ সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকার গঠন করে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। এরপর ২০০১ সালে ভোট কারচুপির মাধ্যমে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে দেশকে ধ্বংসের দিকে টেনে নিয়ে গেছে।
তিনি বলেন, ২০০৮ সালে আবারও বাংলাদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল। এরপর থেকেই বদলে যেতে থাকে বাংলাদেশ; উন্নয়নের শিখরে পৌঁছে যায় বাংলাদেশ। বিশ্বে এখন বাংলাদেশ উন্নতশীল দেশ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ থেকে সংসদ সদস্য হয়েছিল, তিনি প্রতিমন্ত্রীও ছিল। কিন্তু এ জনপদের উন্নয়নে তার কোন ভূমিকা ছিল না। আ.লীগ সরকার গঠন করার পর থেকেই ঠাকুরগাঁও-১ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে; সেসব উন্নয়নগুলো দৃশ্যমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ের বিশাল জনসভায় অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন। ইতোমধ্যে ঠাকুরগাঁও থেকে সরাসরি ঢাকা পর্যন্ত আন্ত:নগর ট্রেন সার্ভিস চালু হয়েছে। আর যেসব প্রতিশ্রুতি রয়েছে সেগুলো আ.লীগ আবারও ক্ষমতায় এলে ঠাকুরগাঁওবাসী পেয়ে যাবে। তাহলে এ জনপদের পুরো চেহেরা পাল্টে যাবে।
বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও ঠাকুরগাঁওয়ের উন্নয়নের স্বার্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকার গঠনে সকলের প্রতি আহ্বান জানান নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেন।
নির্বাচনী গণসংযোগে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক রেজাউর রাজি খোকন চৌধুরী, জেলা আ.লীগের সহ সভাপতি ও মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা, সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইন্দ্রনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক প্রমুখ।
উলেখ্য, ঠাকুরগাঁও-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন ছাড়াও এ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আরও দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।