Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বয়ফ্রেন্ডের মেসেজের উত্তর না পেয়ে যা করলেন তরুণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৫ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আমরা সবাই আমাদের বিশেষ বন্ধু বা বান্ধবীর সঙ্গে নানা রকম পরিকল্পনা করতে ভালবাসি। কিন্তু সেই পরিকল্পনা করতে গিয়ে যখন অন্য দিক থেকে মেসেজের উত্তর পান না, তখন মাথা তো গরম হবেই।

কিন্তু ‘মাথা গরম’ করে ক্যালিফোর্নিয়ার একুশ বছর বয়সী তরুণী মজার কাণ্ড করলেন। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী পৌলিনা রামিজল চেয়েছিলেন তার বয়ফ্রেন্ড জর্জ গিরন একটু চিকেন ও ওয়াফেল নিয়ে আসুক।

এই আবদার নিয়ে পৌলিনা মেসেজ করলেও জর্জ উত্তর দিচ্ছিলেন না। ঘণ্টাখানেক কোনও উত্তর না পেয়ে পৌলিনা নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে একটি সিনেমার কথা ভেবে ফেলেন। তৎক্ষণাৎ সেই সিনেমার ট্রেইলার তৈরি করেন পৌলিনা।

ছবিটির নাম দেন, ‘‘হোয়ার দ্য ফা** ইজ জর্জ?’’ জর্জ কোথায়? আর মিনিট খানেকের ট্রেইলারটি জর্জকে পাঠিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন।

আসলে তখন জর্জ ঘুমাচ্ছিলেন। তাই পৌলিনার মেসেজের জবাব দিতে পারেননি। ঘুম থেকে উঠে গার্লফ্রেন্ডের মেসেজ পেয়ে হেসে ফেলেন জর্জ। মজাই পান তিনি। কারণ ততক্ষণে ট্রেইলারের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

তবে প্রথমে রেগে গেলেও পৌলিনা যে মজা করার জন্যই এই ভিডিওটি বানিয়েছিলেন তা তিনি নিজেই স্বীকার করেছেন।

Bootstrap Image Preview