Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তিন/চার রকমের সমস্যা নিয়ে মাঠে নেমেছিলেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ১০:১২ AM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৩:০৮ PM

bdmorning Image Preview


মিরপুরে দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৬ রানে হারিয়ে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে গড়ে ২১১ রানের বিশাল পুঁজি। টি-টোয়েন্টিতে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২১২ রানের লক্ষ্য তাড়ায় সাকিব আল হাসানের ঘূর্ণির মুখে ১৭৫ রানেই থেমেছে ক্যারিবীয়দের ইনিংস। ফলে ৩৬ রানের জয় মাঠ ছাড়ে টাইগাররা।

৩৬ রানের দারুণ এই জয়ে অধিনায়ক সাকিব আল হাসানই বড় নায়ক। প্রথমে ব্যাট হাতে করেছেন ২৬ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস। এরপর বল হাতে ক্যারিয়ারে প্রথম বারের মতো নিয়েছেন ৫ উইকেট। 

তবে গতকাল অসুস্থ শরীর নিয়ে খেলেছেন সাকিব। বুক ও গলায় ঠান্ডা, সর্দি-জ্বর আর পেটের পীড়া- তিন/চার রকমের সমস্যা। তা নিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা কঠিন কাজ কিন্তু শেষ পর্যন্ত শারীরিক সমস্যা আর বাধা হয়ে দাঁড়াতে পারেনি। শুধু অসুস্থ শরীর নিয়েই মাঠে নামা নয়, পেটের পীড়ায় গতকাল প্রায় সারাদিন কিছুই খাননি।

বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম প্রেস কনফারেন্সের সময় গণমাধ্যমকে জানান, ‘আজ (গতকাল) প্রায় অভুক্ত সাকিব। পেটের পীড়ার কারণে দুপুর থেকে না খাওয়া।’

এমন অসুস্থ শরীরে খেলতে নেমেও কী দারুণ পারফরম্যান্সটাই না করলেন বাংলাদেশ অধিনায়ক। সিলেটে ব্যাট হাতে একার লড়াই গেছে ভেস্তে। ৬১ রানের ইনিংসটি কোনো কাজে আসেনি। তাই আজ (গতকাল) মনে হয় পণ করেই নেমেছিলেন দল জিতিয়ে তবেই মাঠ ছাড়বো।

শেষ পর্যন্ত দল জিতিয়ে বিজয়ীর বেশেই মাঠ ছাড়লেন সাকিব। টি-টোয়েন্টি ফরম্যাটে একজন অলরাউন্ডারের পক্ষে এক ম্যাচে যা যা করা সম্ভব, বৃহস্পতিবার সাকিব তাই করে দেখিয়েছেন।

Bootstrap Image Preview