বাংলাদেশের ক্রিকেটের বড় তারকার মধ্যে অন্যতম সাকিব আল হাসান। মাঠের পারফরম্যান্সের সাথে বিভিন্ন সময় জড়িয়েছেন বিতর্কে। সর্বশেষ সিলেটে ম্যাচ হেরে ব্যাটসম্যানদের ব্যর্থতার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আরেকবার নেতিবাচক সংবাদের শিরোনাম হয়েছেন।
সিলেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচে এক মাত্র সাকিব ছাড়া আর কেউই ব্যাট হাতে ক্যারিবয়ান বোলারদের সামনে প্রতিরোধ গড়তে পারেননি। অন্যান্য ব্যাটসম্যানদের এমন ব্যর্থতার প্রশ্নে সংসবাদ সম্মেলনের সাকিব বলেছিলেন, ‘বাকি ব্যাটসম্যানদের জিজ্ঞেস করুন কেন তারা ভালো ব্যাট করতে পারল না। সবার হয়ে তো আর আমি উত্তর দিতে পারব না।’
সাকিবের এমন মন্তব্যকে অনকেই ভালো ভাবে নেননি। সংবাদ মাধ্যমেই সঠিক ভাবে উপস্থাপন করা হয়নি। বৃহস্পতিবার পুরো দলের অসাধারণ পারফরম্যান্সে সেদিনকার বিষয়টি উঠে আসে আবার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গেল ম্যাচের প্রতিক্রিয়ার বিষয়টি আসতেই সাকিব তার ব্যাখ্যা বলেন, ‘ওখানে কিন্তু ব্যাটসম্যানদের দোষ দিয়ে আসিনি। শুধু তাঁকে (পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থাপক) বলেছি, ব্যাটসম্যানদের নেতিবাচক কিছু নয়, মজা করেই বলেছি। পুরো উত্তরটা তো আপনারা লিখবেন না, শুধু ওই নেতিবাচক জিনিসটা… কারণ, আমার নেতিবাচক খবর মানুষ খায় ভালো, নেয়ও ভালো। আমিও পছন্দ করি। আমার কাছে মনে হয় এটা ভালো খেলতে একটু হলেও অনুপ্রাণিত করে।’