Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কার্স্টেনকে মাত দিলেন ভেঙ্কট রমন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ১১:৪৭ AM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৩:০৪ PM

bdmorning Image Preview


প্রাক্তন ভারতীয় ওপেনার ডব্লিউভি উরকেরি ভেঙ্কট রমনকে কোচ হিসেবে নিযুক্ত করল বিসিসিআই। কোচ হওয়ার দৌড়ে এগিয়ে থাকা গ্যারি কার্স্টেনকে মাত দিয়ে হরমনপ্রীত-মিতালিদের কোচ হলেন তিনি। রমন এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করছেন।

ভারতীয় নারী ক্রিকেটর দলের কোচ হওয়ার দৌড়ে নাম দিয়েছিলেন অনেক হাই প্রফাইল কোচ। সেই তালিকায় হার্শেল গিবস, গ্যারি কারস্টেন, দিমিত্রি মাসকারেনহাস, ব্র্যাড হজ, ট্রেন্ট জনসন, ভেঙ্কটেস প্রাসাদ, মনোজ প্রভাকরদের মত বড় বড় তারকারা। সেই তালিকায় থেকে বিসিআইয়ের সংক্ষিপ্ত তালিকাটি ছিলো গ্যারি কারস্টেন, উরকেরি ভেঙ্কট রমন ও ভেঙ্কটেস প্রাসাদ।

কারস্টেন ২০১১ সালে কোহলিদের বিশ্বকাপের স্বাদ দিয়েছিলেন। তাই নারীদের কোচে পদের জন্য বিসিসিআইয়ের প্রথম পছন্দ তিনি। কিন্তু ঘটনাচক্রে দক্ষিণ আফ্রিকার তারকা আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হেড কোচ হিসেবে নিযুক্ত। ভারতীয় মহিলা দলের কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ করা কার্স্টেন আরসিবি-র দায়িত্ব ছাড়তে রাজি না। তাই উরকেরি ভেঙ্কট রমনকেই শেষ পর্যন্ত মেয়েদের কোচ হিসেবে বেছে নিলো বিসিসিআই

রমন প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন। সালটা ছিল ১৯৯২-৯৩। দেশের জার্সিতে ১১টি টেস্ট ও ২৭টি ওয়ান-ডে খেলেছেন তিনি। অতীতে তামিলনাড়ু ও বাংলা রঞ্জি দলের কোচ হিসেবে পাওয়া গিয়েছে রমনকে। এছাড়াও অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের সঙ্গে ছিলেন তিনি।

২০০৭ সালে নিজের রাজ্য তামিল নাড়ুর কোচ হিসেবে কাজ করার আগে দুই দফায় (২০০১-০২, ২০১০-১৩) বেঙ্গলের দায়িত্বে ছিলেন রমন। এছাড়া আইপিএলে ২০১৩ সালের কিংস এলেভেন পাঞ্জাবের সহকারী কোচ ও ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং উপদেষ্টা ছিলেন তিনি।

২০১৫ সাল থেকে এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের ন্যাশনাল একাডেমির ব্যাটিং উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি। এ সময় ভারতীয় 'এ' দল, দুলিপ ট্রফি এবং অনুর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পালন করেছেন রমন। খেলোয়াড়ি জীবনে তেমন সফল না হলেও কোচিং ক্যারিয়ারে দীর্ঘ ১৭ বছর ধরে বেশ নাম কুড়িয়েছেন তিনি।

 

Bootstrap Image Preview