Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

“সাকিব মানেই খেলবে, না খেলার চিন্তা কেউ করে না”

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ১২:২৮ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৩:০২ PM

bdmorning Image Preview


মিরপুরে সিরিজ বাঁচানোর লড়াইয়ে অলরাউন্ড পারফর্ম করে দলকে ম্যাচ জিতিয়েছেন সাকিব আল হাসান। তবে এ ম্যাচের আগে একাদশে তার উপস্থিতি নিয়ে ছিলো শঙ্কা। বৃহস্পিতবার এ নিয়ে প্রশ্ন করায় সাকিব  বলেন,  ‘সবার ধারণা তো এটাই যে সাকিব মানেই খেলবে। না খেলার চিন্তা কেউ করে?’

সিলেট ম্যাচ শেষ হওয়ার পর মঙ্গলবার দেশে ফেরার পর বুধবার অনুশীলনে যোগ দেয় টি-টোয়েন্টি দল। এই অনশীলনে ছিলেন না সাকিব আল হাসান।মাঠে কিছুক্ষণ থেকে ফিরে যান টিমে হোটেলে।এরপর রীতি অনুসারে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসানের উপস্থিত হওয়ার কথা ছিলো।

খোঁজ নিয়ে জানা যায় অধিনায়ক জ্বর, ঠান্ডা কাশিতে আক্রন্ত। সঙ্গে যোগ হয়েছিল ডায়রিয়া। সেই জ্বর নিয়েই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার খেললেন এবং দলকে জেতালেন সাকিব। পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও।

ম্যাচ শেষে সাকিবের অসুস্থতা প্রসঙ্গে সাকিবকে প্রশ্ন  করা হয়েছিল ম্যাচের আগে কিছুটা অসুস্থ তো ছিলেন আপনি? সাকিব- ‘আছে।’ চাইলেই কি খেলতে পারেন, বা টিম ম্যানেজমেন্ট খেলাচ্ছে?

জাবাবে “(হাসি দিয়ে) সবার ধারণা তো এটাই সাকিব মানেই খেলবে। না খেলার চিন্তা কেউ করে?”

“যেহেতু এখন জ্বর নাই, ঠাণ্ডাটা যদি একটু কমে যায়, ডায়রিয়া আছে ওটাও যদি কমে যায়, তাহলে হয়তো পরের ম্যাচ ভালোভাবে খেলতে পারবো।”

Bootstrap Image Preview