Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ১১ জঙ্গি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০১:৩৭ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০১:৩৭ PM

bdmorning Image Preview


সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় কমপক্ষে ১১ জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানায় ভয়েস অব আমেরিকা।

মার্কিন বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তারা সোমালিয়ার রাজধানীর উপকণ্ঠে আল-শাবাব জঙ্গিদের লক্ষ্য করে বুধবার (১৯ ডিসেম্বর) দুই দফা বিমান হামলা চালিয়েছে। এতে আল-শাবাবের ১১ জঙ্গি নিহত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সোমালিয়ায় সোমালি অ্যান্ড আফ্রিকান ইউনিয়ন মিশন (এএমআইএসওএম) বাহিনীর সদস্যরা আল-শাবাবের বিভিন্ন ঘাঁটি গুঁড়িয়ে দিতে এ অঞ্চলে অভিযান চালানোর সময় এ জঙ্গি সংগঠনের যোদ্ধারা হামলা চালালে সেখানে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি যুদ্ধ বেধে যায়।

Bootstrap Image Preview