Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোপালগঞ্জে শেখ হাসিনার পক্ষে গণসংযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০১:৪৫ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০১:৪৫ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের প্রার্থী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে গণসংযোগ করেছেন শেখ রাসেল কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা রবীন্দ্রনাথ বাড়ৈ।

আজ শুক্রবার সকালে কোটালীপাড়ায় উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর কলাবাড়ী ইউনিয়নের হিজলবাড়ী, রুথিয়ারপাড়, বুরুয়া, মাছপাড়া, হিজলবাড়ী মোড়, কলাবাড়ী বাসষ্টান, রামনগর বাজারসহ ২৫টি জনগুরুত্বপূর্ণ স্থানে পথসভা করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

রবীন্দ্রনাথ বাড়ৈ বলেন, মানবতার জননী শেখ হাসিনা আমাদের এখানকার এমপি। তিনি গোপালগঞ্জ-৩ আসন থেকে সপ্তম বারের মতো এমপি হতে যাচ্ছেন। আমাদের এই প্রিয় নেত্রীকে নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে খোঁজখবর রাখতে হয়। তার জন্য এখানকার ভোটারদের কাছে ভোট চাইতে হয় না। এখানকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে বঙ্গবন্ধু কন্যাকে ভোট দেন। তার পরেও আমরা দলীয় নেতাকর্মীরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে আমাদের প্রাণের নেত্রীর জন্য ভোট প্রার্থনা করছি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা হরষিত ওঝা দুর্জয়ের নেতৃত্বে নৌকার সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে এসে একটি পথসভায় মিলিত হয়। সেখানে ছাত্রলীগ নেতা শংকর হালদার, শেখ সাকিব, হুমায়ুন কবির বক্তব্য রাখেন।

Bootstrap Image Preview