Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের সমালোচনা করে নিষিদ্ধ আমিরাতের ৩ ক্রিকেটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০১:৪৫ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০১:৪৫ PM

bdmorning Image Preview


পাকিস্তান ক্রিকেটের সমালোচনার অপরাধে আরব আমিরাত জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটার নিষিদ্ধ হয়েছেন। আরব আমিরাত ক্রিকেট বোর্ড  জাতীয় দলের অধিনায়ক রোহান মোস্তফা, আহমেদ রাজা ও রমিজ শাহজাদকে ৮ সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে।

চলতি মাসের শুরুতে ইমার্জিং এশিয়া কাপ খেলতে পাকিস্তান যায় আরব আমিরাত ক্রিকেট দল। টুর্নামেন্টেটি পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করে। ‘বি’ গ্রুপের ম্যাচগুলো ছিল পাকিস্তানে। গ্রুপ পর্বে নিজেদের তিনটি ম্যাচই পাকিস্তানে খেলেছে আরব আমিরাত।

আর দেশে ফিরে নিষিদ্ধ হওয়া তিন খেলোয়াড়ের দাবি আরব আমিরাতের ম্যাচগুলো আয়োজনে অত্যন্ত খেয়ালিপনা দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্যান্য দলের মতো  যথেষ্ঠ সুযোগ সুবিধা পায়নি তারা। তারা এ অভিযোগ তোলেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। আর সেসব টুইটের জেরেই নিষেধাজ্ঞায় পড়েন তারা।

প্রসঙ্গত, টুর্নামেন্টে শুরুটা ভালো ছিলো আমিরাতের। প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ৯৭ রানের বড় ব্যবধানে হারায় তারা। পরের ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৯ উইকেটের হার ও তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যায় আমিরাত।

Bootstrap Image Preview