Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টাইগারদের ব্যাটিং-বোলিংয়ের প্রশংসায় ব্রাথওয়েট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০২:২৮ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০২:২৮ PM

bdmorning Image Preview


৩ ম্যাচের সিরিজের ২য় টি-টোয়েন্টিতে ৩৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে টানা তিন সিরিজ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে শনিবার বিকাল ৫ টায়।

বাংলাদেশের জয়ের পেছনে লিটন-সৌম্য ও সাকিব-মাহমুদুল্লাহর জুটির বড় ভূমিকা ছিলো বলে মনে করেন ক্যারিবিয়ান অধিনায়ক ব্রাথওয়েট। এছাড়া বল হাতে সাকিবের ৫ উইকেটসহ পুরো দলের প্রশংসা করেছেন তিনি। 

ম্যাচ শেষে বাংলাদেশের প্রশংসায় ব্রাথওয়েটের বলেন, ‘আমরা প্রথম ৬ ওভার ভালো করতে পারেনি। এরপর লিটন-সৌম্য জুটি আমাদেরকে খেলায় ফিরতে দেয়নি। একটা সময় যখন আমরা আবারো খেলায় ফেরার চেষ্টা করেছিলাম তখনই সাকিব-মাহমুদউল্লাহ অসাধারণ ব্যাটিংয়ে আমাদেরকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বোলাররা তাদের সেরাটা দিতে পারেনি। এই পিচে হয়তো আরো অন্তত ১০-১৫ রান কমে আটকানো যেতো ওদেরকে কিন্তু তেমনটা হয়নি। এছাড়া ব্যাটিংয়েও নিয়মিত বিরতিতে উইকেটের পতনই কাল হয়েছে আমাদের জন্য। যাই হোক পরবর্তী ম্যাচে আশা করছি আমরা ঘুড়ে দাড়াবো এবং ২-১ ব্যবধানে সিরিজ জিতেই দেশে ফিরবো।’

Bootstrap Image Preview