Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ৯২ হাজার পিস ইয়াবা, অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৩:০৭ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৩:০৭ PM

bdmorning Image Preview


রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও অস্ত্র-গুলিসহ বাদশা জাহাঙ্গীর (৩৮) ও মোঃ সানাউল্লাহ (৫৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

১৯ ডিসেম্বর, রাত ৮টায় খিলক্ষেত থানাধীন কুড়িল ফ্লাইওভার সংলগ্ন পূর্ব কুড়াতলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সিটিটিসি’র ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ফেইক কারেন্সী নোট টিম।

এ সময় তাদের কাছ থেকে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ০২ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন ও ০১টি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে বাদশা জাহাঙ্গীরের বাড়ি গাজীপুরের জয়দেবপুর থানার পশ্চিম বিলাসপুর গ্রামে এবং সানাউল্লাহর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভোলানাথপুর গ্রামে।

তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা দায়ের হয়েছে।

Bootstrap Image Preview