বাংলাদেশে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিচ।
৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ওই ভোট নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কী পরিস্থিতি বিদ্যমান তা নিয়ে বিফ্রিংয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। ওই প্রশ্নের উত্তর দেন ডুজারিচ।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমরা খুব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে; এর পরিস্থিতিতে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ।
যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের অবাধ ও সুষ্ঠুভাবে চলাচলের ব্যবস্থার কথাও বলেন ডুজারিচ। তিনি বলেন, জনগণকে তাদের প্রকাশ করার সুযোগ দিতে হবে।
আসন্ন নির্বাচন উপলক্ষে দেশে ভোটের পরিবেশ নেই বলে অভিযোগ করে আসছে বিএনপি। তবে নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে তা বারবারই অস্বীকার করা হয়েছে।
বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বানচাল করতে চায় বলে সম্প্রতি অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।