Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শুক্রবার, মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরের ডিসিকে প্রাণনাশের হুমকি

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৩:২৭ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৩:২৭ PM

bdmorning Image Preview


ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়াকে উড়ো চিঠির মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। ডাকযোগে অজ্ঞাতনামা ব্যাক্তির লেখা ওই চিঠিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ না করলে জেলা প্রশাসক ও তাঁর পরিবারের সদস্যদের জানমালের ক্ষতি করার হুমকি দেয়া হয়।

গত বুধবার তিনি এ চিঠিটি পান। তবে গতকাল বৃহস্পতিবার তিনি নির্বাচন কমিশনকে এ বিষয়ে জানানোর পর বিষয়টি প্রকাশ করেন।

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া সাংবাদিকদের জানান, খামের উপর গোপণীয় লেখা চিঠিটি অফিসের সিএ’র মাধ্যমে তাঁর হাতে পৌঁছে।

লাল ও সবুজ কালি দিয়ে লেখা চিঠিটি তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, চিঠিতে তাকেসহ তার পরিবারের সদস্যদের ক্ষতিসাধন করা হবে মর্মে হুমকি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানান, একই ধরনের চিঠি মাদারীপুর ও নোয়াখালীর জেলা প্রশাসককেও দেয়া হয়েছে বলে তিনি শুনেছেন।

তবে তিনি জানান, নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার হিসেবে এই চিঠিতে তিনি মোটেও বিচলিত নন। তিনি বলেন, চিঠির নিচে লেখা রয়েছে ‘চলমান’। এ থেকে অনুধাবন করা যাচ্ছে আগামীতেই তাকে এ জাতীয় আরও হুমকিমূলক চিঠি দেওয়া হতে পারে।

তিনি বলেন, এ জাতীয় হুমকিমূলক চিঠি তিনি এর আগেও পেয়েছেন যখন সহকারি রিটার্নিং কর্মকর্তা হিসেবে তিনি দ্বয়িত্ব পালন করেছেন।

Bootstrap Image Preview