বগুড়ায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে ব্যাট হাতে ঝড় তুললেন মোহাম্মদ আশরাফুল। চার দিনের ম্যাচের শেষ দিনটিতে ইস্ট জোনের হয়ে ব্যাট হাতে ৩৭ বল থেকে ৫৪ রানের ইনিংস খেললেন।
বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে সাউথ জোনের বিপক্ষে প্রথম ইনিংসে খেলেছিলেন ৯৬ বলে খেলেছিলেন ৩৭ রানের ইনিংস। তবে শুক্রবার দ্বিতীয় ইনিংসে ম্যাচের শেষ দিনে চার নম্বরে ব্যাট করতে নামেন আশরাফুল।ম্যাচের ফলাফল নিশ্চিত ড্র জেনেই শুরু থেকেই সাউথ জোনের বোলারদের বিপক্ষে চড়াও হন তিনি। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে নিজের ৩২তম ফিফটি করেছেন প্রায় ১৬৬ স্ট্রাইকরেটে।
মেহেদি হাসান, আব্দুর রাজ্জাক, আলআমিন হোসেনদের মতো বোলারদের শায়েস্তা করে ৫ চার ও ১ ছক্কার মারে মাত্র ৩০ বলেই ফিফটি পূরণ করেন আশরাফুল। আউট হওয়ার আগে ৩৭ বলে খেলেন ৫৪ রানের ইনিংস।
এদিন আশরাফুল ছাড়াও ইস্ট জোনের ওপেনার রনি তালুকদার ৫৮ রানের ইনিংস খেলেন। এই দুই ব্যাটসম্যানের অর্ধশতক ও প্রথম ইনিংসে থেকে পাওয়া ৮৭ রানের লিডের সুবাদে সাউথ জোনের সামনে ২৪৭ রানের লক্ষ্য রেখেছে আশরাফুলের দল।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে সাউথ জোন। ক্রিজে আছেন এনামুল বিজয় ৩১ ও তুষরা ইমরান ৫।