আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক বগুড়া-২ আসনে ধানের শীষের প্রার্থী মাহমুদু্র রহমান মান্নাকে ঠেকাতে আন্তঃদ্বন্দ্ব ভুলে একাত্মতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মাহমুদু্র রহমান মান্না প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সম্পর্কে অনবরত কটূক্তি করছেন। এ কারণে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় 'মান্না হটাও' কর্মসূচি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগ নেতারা।
জানা গেছে, উপজেলা আওয়ামী লীগে মনোনয়ন নিয়ে গ্রুপিংসহ অভ্যন্তরীণ কোন্দল ও জাপার বর্তমান এমপির ওপর হতাশা-ক্ষোভ থাকলেও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্নার জয় ঠেকাতে মান-অভিমান ও দ্বন্দ্ব ভুলে একত্রিত হয়েছে সবাই। মহাজোট প্রার্থীকে লাঙ্গল মার্কায় জয়ী করতে শপথ নিয়েছে তারা।
প্রতিবাদসভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সাবেক আওয়ামী লীগ সভাপতি শাহজাদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন, ইঞ্জি. মান্নান শেখ।
বক্তৃতায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক বলেন, মান্না জীবনে বহু রাজনৈতিক দলে ভিড়েছেন। ক্ষমতার লোভ ও অসততার কারণে কোথাও ঠাঁই না হওয়ায় দেশবিরোধী রাজাকারদের সঙ্গে আঁতাত করেছেন।