Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘যাদের মন ভেঙেছি, তাদের ইনবক্সে মেকআপ ছাড়া ছবি পাঠাবো’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৭ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৭ PM

bdmorning Image Preview


দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া গত মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার স্বামী হারুন অর রশিদ অপুর সঙ্গে বিয়ের দুটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দুই পরিবারের সদস্য ছাড়া কেউ ছিলেন না।

তবে এখনই বিয়ের ছবি সবার সামনে আনতে চাননি শবনম ফারিয়া। তিনি চেয়েছিলেন বিবাহোত্তর সংবর্ধনার পর ছবিগুলো প্রকাশ করবেন। কিন্তু তাদের কিছু আত্মীয়-স্বজন ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। তাই বাধ্য হয়েই ফারিয়া তার আইডিতে ছবিগুলো প্রকাশ করেছেন।

শবনম ফারিয়ার বিয়ের খবরে ভক্তদের মন ভেঙেছে। নেটিজেনরা ভাঙা মন নিয়ে হা হুতাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করছেন। সেগুলো ফারিয়ার কানেও পৌঁছেছে। আর তাই ভক্তদের সান্তনা দিয়েছেন দেবী চলচ্চিত্রের নীলু।

ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, ‘যারা স্ট্যাটাস দিচ্ছে আমি তাদের মন ভেঙেছি কিংবা আমার বিয়ের সংবাদ মেনে নিতে পারছে না, তাদের আমি ইনবক্সে আমার মেকআপ ছাড়া ছবি পাঠাবো। আশা করি আর কোন আফসোস থাকবে না।’

উল্লেখ্য, শবনম ফারিয়ার বিয়ের অনুষ্ঠান হবে আগামী ১ ফেব্রুয়ারি। এর আগে ২৬ জানুয়ারি হবে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Bootstrap Image Preview