Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফাইনালের লড়াইয়ে যেমন হতে পারে সাকিবের একাদশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৫:০৭ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৫:০৭ PM

bdmorning Image Preview


অতীতে পিছিয়ে পড়েও পরের দু’ম্যাচ জিতে সিরিজ জয় করেছে বাংলাদেশ। তবে সেটি মাত্র একবার। চলতি বছরই এমন সাফল্য পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ ক্যারিবীয় সফরে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে হেরেছিলো টাইগাররা। তবে পরের দু’ম্যাচে জ্বলে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ১২ রানে ও তৃতীয়টি বৃষ্টি আইনে ১৯ রানে জিতে নেয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। ফলে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে তিন ম্যাচের টি-২০ সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

অতীতের সেই সাহস নিয়ে আগামীকাল আবারো মাঠে নামবে টাইগাররা।  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমটি হারলেও দ্বিতীয় টি-২০ ম্যাচ দাপটের সাথে জিতে নেয় বাংলাদেশ। যার মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনতে পারে টাইগাররা। এখন টি-২০ সিরিজ জয়ের দারুণ এক সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। এই সুযোগটি কাজে লাগাতে মরিয়া বাংলাদেশ শিবির, এটি বলার অপেক্ষা রাখে না। তাই দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি।

টাইগারদের সম্ভাব্য একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আরিফুল হক ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Bootstrap Image Preview