অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞায় থাকা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের বিপিএলে পাওয়ার আশা ছেড়ে দিলো কুমিল্লা ভেক্টোরিয়ান্স।বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি সাফ জানিয়ে দিয়েছেন বিপিএল খেলতে পারবেন না স্মিথ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্রাঞ্চাইজির কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছিলো। বিপিএলে খেলার সুযোগ পেয়ে নিজের উচ্ছ্বাসের কথাও স্মিথ জানিয়েছিলেন টুইট করে। কিন্তু শেষ পর্যন্ত আর বিপিএল খেলা হচ্ছে না তার। কারণ, কুমিল্লা ছাড়া বাকি ছয় দলের আপত্তি আছে তাকে নিয়ে। আর এ কারণেই স্মিথকে ‘না’ করে দিতে বাধ্য হয়েছে বিসিবি।
গত বুধবার (১৯ ডিসেম্বর) রাতে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বিসিবি। সিদ্ধান্তটি স্মিথ এবং কুমিল্লার জন্য নেতিবাচক। সাত ফ্রাঞ্চাইজিকে জানিয়ে দেয়া হয়েছে, স্মিথকে খেলানো যাবে না।