Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে স্বাধীনতা পক্ষের শক্তিকে নির্বাচিত করার আহ্বান

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৪ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৪ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতিনিধিদের সমর্থনে এবং সাম্প্রদায়িক জঙ্গিবাদী ও লুটেরা শ্রেণির বয়কট করার আহ্বান জানিয়েছে ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’র নেতাকর্মীরা।

শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীর সাহেববাজারের জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভা থেকে এ আহ্বান জানানো হয়।

সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন আকুঞ্জির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

সভার সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা তন্ময়, ইউয়ুথ সার্কেলের সভাপতি হাফিজ আল আসাদ, সাধারণ সম্পাদক সাবিনা সুলতানা, ঘাতক দালাল নির্মূল কমিটির সহ সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সংস্কৃতিক কর্মী মাহামুদ সাকী প্রমুখ। 

মানববন্ধনে বক্তরা বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রকার সহিংসতা পরিহার, সংখ্যালঘু, আদিবাসী সম্প্রদায়সহ সাধারণ জনগণের জানমালের  নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এছাড়াও বক্তারা আসন্ন নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির প্রার্থীদের সমর্থন দান ও স্বাধীনতাবিরোধী শক্তিকে বয়কট করার আহ্বান জানান। 

Bootstrap Image Preview