ভারতীয় বাংলা ও হিন্দি গানের জনপ্রিয় গায়িকা মিষ্টি হাসির মেয়ে মোনালি ঠাকুর অন্য গায়ক মেইয়াং চ্যাংয়ের সঙ্গে ব্রেক আপের পর আবারও প্রেমে জরিয়েছেন। প্রেমিকের পরিচয় তার ভক্তদের এবার নিজেই জানালেন তিনি। তার প্রেমিকের নাম মাইক রিচার এবং তার বাড়ি জার্মানিতে। মাইক পেশায় এক জন ব্যবসায়ী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রেমিকের সঙ্গে একটি ছবি পোস্ট করে মোনালি লিখেছেন,‘আমার প্রেম, আমার ভালোবাসা! বন্ধুরা ওর নাম মাইক। আমার গার্ল গ্যাংয়ের সঙ্গে আমি সুইজারল্যান্ড বেড়াতে গিয়েছিলাম। যাবার আগে আমরা অনলাইনে মাইকের হোটেলে থাকার জন্য রুম বুক করেছিলাম। কিন্তু গিয়ে দেখি,একটাও বেড ফাঁকা নেই। এরপর মাইক আমাদের জন্য ওর বাড়ির বেডরুম ছেড়ে দিয়েছিল এবং নিজে সোফায় সারারাত ঘুমিয়েছিল। আর তখন থেকেই তার সাথে আমার পরিচয় হয়।’
তারা এখন তো একে অপরকে ছাড়া থাকতেই পারেন না। একদিকে মোনালি যেমন মাইককে ছাড়া কোথাও ঘুরতে যান না। অন্যদিকে মাইকও সুযোগ পেলেই মোনালির কনসার্টে হাজির হয়ে যান। তবে চুটিয়ে প্রেম করলেও তারা কবে নাগাদ বিয়ে করবেন এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি। প্রেম জীবন বেশ সুখেই কাটছে তাদের।
এদিকে বিদেশির সঙ্গে প্রেম করছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই ভক্তদের রোষানলে পড়তে হচ্ছে মোনালিকে। এমনকি কেউ কেউ তাকে অনেক গালমন্দ করতেও ছাড় দিচ্ছে না।
মোনালির গান বেশ পছন্দ করেন মাইকের মা-বাবা। তারা একে অন্যের মা-বাবার সঙ্গেও দেখা করেছেন। এমনকি তাদের দুই পরিবারের মধ্যে খুবই ভাল সম্পর্ক গড়ে উঠেছে।
মোনালি শিশু শিল্পী হিসেবে টিভি সিরিজ ‘আলোকিত এক ইন্দু’তে ইন্দুবালা চরিত্রে অভিনয় করেছিলেন । আর ২০০৭ সালে রাজা সেন পরিচালিত ‘কৃষ্ণকান্তের উইল’ ছিল তার অভিনীত প্রথম চলচ্চিত্র এবং ২০১৪ সালে বলিউডে ‘লক্ষ্মী’তে অভিনয় করে বেশ প্রশংসিত হন।
মোনালি ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার মাধ্যমে ব্যাপকভাবে জনপ্রিয়তা পান। টালিউডের পর বলিউডে সমানভাবে প্লে-ব্যাক করছেন তিনি। তার দর্শকপ্রিয় গানের মধ্যে অন্যতম কিছু গান রয়েছে, সেগুলো হলো- ‘ও মধু’, ‘ইটস অনলি পেয়ার’, ‘ইটস হান্ড্রেড পার্সেন্ট লাভ’, ‘এই ভালো এই খারাপ’, ‘জারা জারা টাচ মি’, ‘খোয়াব দেখে’, ‘আনজানা আনজানি কি কাহানী।’